Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে
জেলা ভেটেরিনারি হাসপাতাল হল গবাদি পশু এবং অন্যান্য প্রাণীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য জেলা পর্যায়ে অবস্থিত একটি সরকারি দপ্তর ও চিকিৎসা কেন্দ্র। এখানে পশুচিকিৎসা, রোগ প্রতিরোধ, এবং প্রজনন উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে পশুসম্পদ থেকে দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা হয়। 

এক নজরে বান্দরবান পার্বত‌্য জেলার জেলা ভেটেরিনারি হাসপাতাল:
  • উদ্দেশ্য: বান্দরবান পার্বত‌্য জেলার জেলা শহরের গবাদি পশু এবং অন্যান্য প্রাণীদের রোগ নিরাময়, রোগ প্রতিরোধ এবং প্রজনন উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। 

  • কার্যক্রম:
    • অসুস্থ পশুদের চিকিৎসা করা। 

    • রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা। 
       

    • খামারীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া। 

  • সুবিধা:
    • পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি। 

    • দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি করে জনগণের আমিষের চাহিদা পূরণ। 

    • পশু পালনকারী ও খামারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা। 

    • কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করা। 

  • যোগাযোগ: বান্দরবান জেলায় জেলা ভেটেরিনারি হাসপাতাল শুধুমাত্র জেলা সদরে অবস্থিত। উপজেলা পর্যায়ে এর শাখা নাই। কিন্তু জেলা প্রাণিসম্পদ আওতাধীন ৭(সাত)টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে একই কার্যক্রম চলামান রয়েছে।

জেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাণীদের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি, পশুসম্পদ খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।